রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ক্যাম্পাসে ক্রিয়াশীল সাংবাদিক সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় রাকসু ভবনে অবস্থিত সংগঠনটির নিজ কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করা নেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের উদ্দেশ্য মানপত্র পাঠ করেন সংগঠনটির পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক মারজিয়া আকতার। এসময় ফুল, পত্রিকা, কলম ও নোটবুক দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় সংগঠনটির সংবাদকর্মীরা।
এরপরে সংগঠনটির সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান ও সংগঠনটির উপদেষ্টা রাশেদ শুভ্র।
সংগঠনটির সভাপতি শাহিনুর খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি ও উপস্থিত নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা যারা নবীন, তোমরা একেকটা প্রস্ফুটিত গোলাপ। আমরা শিক্ষক হিসেবে সবসময় চাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তোমরা সর্বত্র তোমাদের সুভাস ছড়াবে।
তিনি বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হিসেবে আমরা তো সবসময় তোমাদের পাশে আছিই। কিন্তু পুথিগত বিদ্যার বাইরে তোমাদের সরাসরি সাংবাদিকতা শেখাতে সহায়ক ভূমিকা রাখবে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। আশা করি তোমরা এসব সাংবাদিকদের সংগঠনে যুক্ত হয়ে নিজেদের লেখনির হাতকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তুলবা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক। তারা তাদের লেখনির মাধ্যমে জাতীর কাছে বিভিন্ন, অন্যায় ও অনিয়মগুলো যেমন তুলে ধরে তেমনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডসহ অনেক কিছুই তুলে ধরে। আশা করি নবীনরাও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতা চর্চা করবে। তোমাদের হাত ধরেই বিশ্বব্যাপী এই ক্যাম্পাসের সুনাম ছড়িয়ে যাবে।
ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা সবসময়ই অন্যদের চাইতে আলাদা। তাদের যোগাযোগ, লেখনি এবং চলাফেরাও আলাদা। ক্যাম্পাসে যেকোনো বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে কর্মরত সাংবাদিকেরা এবং তারা সবসময়ই বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রকাশ করে। তোমরা নবীনরাও এসব সংগঠনে যুক্ত হয়ে নিজেদের লেখনির সুপ্ত প্রতিভাকে মেলে ধরতে পারো।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মশিহুর রহমান বলেন, বর্তমানে সাংবাদিকতায় অনেক পরিবর্তন এসেছে। এখন নিজেকে সাংবাদিক হিসেবে পরিচিত করাতে চাইলে সাংবাদিকতার প্রতিটি বিষয় সম্পর্কে একজন সাংবাদিককে জানতে হবে এবং সেই হিসেবেই নিজেকে প্রস্তুত করতে হবে। আর এভাবে নিজেদের প্রস্তুত করতে চাইলে বিভাগের পড়াশোনার বাইরে তোমাদের সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে হবে।
তিনি বলেন, তোমরা এ বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল সংগঠন সম্পর্কে জান। তারপর যে সংগঠনে সম্পৃক্ত হতে মন চাইবে সম্পৃক্ত হবা। তোমাদের মধ্যে যাদের সাংবাদিক হওয়ার ইচ্ছা তারা অবশ্যই সাংবাদিক সংগঠনে যোগদান করবা। এর মাধ্যমে তোমাদের যেমন হাতে কলমে চর্চা হবে অন্যদিকে তোমরাও নিজেকে সাংবাদিক হিসেবে পরিচিত করাতে পারবা।
সবশেষে রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিনুর খালিদ’র সমাপনী বক্তব্য ও নবীনদের অনুভূতি ব্যক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির সাবেক ও বর্তমান কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
