‘ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ ( ডি ওয়াই ডি এফ) দিনাজপুর জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মে) বিকেলে দিনাজপুর পৌরশহরের রাজবাটী সুখ সাগরে পরিচিতি ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সৌরভ অধিকারীর সভাপতিত্বে ও সংগ্রাম জয় চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা বিপুল সরকার সানি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি কুরবান আলী, মাহফুজুল ইসলাম আসাদ, বেলাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তৃষ্ণা চক্রবর্তী, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন, লতিফুর রহমান, শাহরিয়ার সুমন, প্রফুল্ল কুমার জয়, বিজন কুমার দাস, ভরত রায় প্রতয়, মঈনুল ইসলাম রঞ্জু, প্লাবন, চয়ন ভৌমিক, বাঁধন সরকার, বিজয়, গোলাম মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের সকলের পরিচিতি পর্ব শেষে সংগঠনকে সামনে এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
