দেশে প্রথমবারের মতো ট্রেনে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার (১৩ এপ্রিল) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী।
ঈদযাত্রায় নারীদের দুর্ভোগ লাঘবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

প্রসঙ্গত, বাংলাদেশে বাসে নারীদের জন্য আসন সংরক্ষিত থাকলেও ট্রেনে নারীদের জন্য এই ধরনের ব্যবস্থা এটাই প্রথম।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এখন থেকে ট্রেনের টিকেট কিনতে পরিচয়পত্র দেখানোর নিয়ম ফিরিয়ে এনেছে রেল কর্তৃপক্ষ। প্রত্যেক যাত্রীর জন্য নিজ নিজ পরিচয়পত্র প্রয়োজন হবে।
এবার ঈদে ট্রেন টিকেট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ১২টি ট্রেন চলবে। আর যাত্রীর চাপ সামলাতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে।
এটা সব সময়ের জন্য কি না- এ প্রশ্নে মন্ত্রী জানান, আপাতত এই ব্যবস্থা ঈদকেন্দ্রিক রাখা হয়েছে। চেষ্টা করা হবে এই সুবিধাগুলো সব সময় রাখার।
