ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী ট্রেনগুলো কমলাপুর রেলস্টেশন থেকে দেরিতে ছেড়ে যাচ্ছে। ট্রেনের এই শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ।
সকাল সাড়ে ৯টায় ছেড়ে যায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। অথচ এই ট্রেনটি ভোর ছয়টায় ছাড়ার কথা ছিল। অপরদিকে ভোর ৬টা ৪০ মিনিটের নীলসাগর এক্সপ্রেস কমলাপুর ছাড়ে সকাল ১০টায়।
শুক্রবার (৮ জুলাই) সকালে এমনটি দেখা গেছে কমলাপুরে। এ স্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেনগুলো প্রায় তিন ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়।
সকাল ৯টার রংপুর এক্সপ্রেস ১০টা পর্যন্ত কমলাপুর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল।

এদিকে শুক্রবার কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। প্ল্যাটফর্মে ঢুকতেই মানুষের দীর্ঘ সারি। কোথাও দাঁড়ানোর জায়গা নেই।
আগামী ১০ জুলাই দেশে উদযাপিত হবে কোরবানির ঈদ। এর মধ্যে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি। আর ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে শনিবার (৯ জুলাই) থেকে। ফলে ঢাকা ছাড়তে শুরু করছে মানুষ।
এ বিষয়ে স্টেশনের মাস্টার আফছার উদ্দিন বলেন, দেরিতে পৌঁছানোর কারণে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনগুলো ছাড়তে দেরি হচ্ছে। এ সমস্যা হচ্ছে শুধুমাত্র উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর। খুলনা ও চট্টগ্রামের বিভিন্ন ট্রেন যথা সময়ে চলছে।
