পঞ্চগড়ের ৩নং দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ এর নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন মাননীয় রেলপথ মন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন, এমপি। রবিবার ( ৬ মার্চ,২০২২ খ্রিস্টাব্দ) সকাল ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন দেবীডুবায় অবস্থিত দেবীগঞ্জ সদর ইউনিয়ন এর নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, ৩ নং দেবীগঞ্জ সদর ইউনিয়ন এর নব নির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম এমু । এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রেলপথ মন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন।
