পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা ভুমি অফিসের খাস জমি উদ্ধারে এসিল্যান্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার (০২ আগস্ট) বিকেলে দেবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর বিপরীত পাশে উপজেলা ভুমি অফিসের সরকারি খাস জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সরকারি খাস জমি পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট – গোলাম রব্বানী সরদার। এসময় দেবীগঞ্জ থানার পুলিশ সেখানে উপস্থিত ছিলেন ।
দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোলাম রব্বানী সরদার জানান, “এই জমি গুলো উপজেলা ভুমি অফিসের রিজার্ভ ল্যান্ড। অনুমতি ছাড়া এখানে নতুন করে যারা স্থাপনা নির্মাণ করেছেন তাদের উচ্ছেদ করে সরকারি জমি পুনরুদ্ধার করা হচ্ছে। নির্দেশনা দেওয়া হয়েছে নতুন করে কোনো স্থাপনা যাতে আর নির্মাণ করা না হয়। সরকারি জমিতে কেউ যদি স্থাপনা নির্মাণ করতে চায় তাহলে নির্দেশনা অনুযায়ী আবেদন দিয়ে অনুমোদন গ্রহণ করে অতঃপর স্থাপনা নির্মাণ করতে হবে।”
উল্লেখ্য, এর আগে দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- গোলাম রব্বানী সরদার, উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের অবৈধ ভাবে সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করে সরকারি জমি পুনরুদ্ধার করেন।
