30.3 C
Rangpur City
Thursday, March 23, 2023

দু’শোও ছুঁতে পারলো না টাইগাররা, ৭ বছর পর নিজ দেশে সিরিজ হার

-- বিজ্ঞাপন --

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টানা দুটি ম্যাচ হেরে সিরিজ হারলো বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩ উইকেটে হারের পর আজ দ্বিতীয় ম্যাচে ১৩২ রানে হেরেছে তামিমবাহিনী। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো সফরকারী ইংল্যান্ড। অন্যদিকে ধবল ধোলাইয়ের শঙ্কায় পড়লো স্বাগতিকরা।

-- বিজ্ঞাপন --

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩২৭ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৯৪ রান। যখন গুটিয়ে যায় বাংলাদেশ, তখনও হাতে ছিল ৩২টি বল।২০১৬ সালে শেষবারের মতো ঘরের মাঠে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর একে একে কেটে গেছে ৭ বছর। অবশেষে দীর্ঘ সময় পর ইংল্যান্ডের কাছে টানা দুই ম্যাচের পরাজয়ে ফের ঘরের মাঠে সিরিজ হারের তিক্ত স্বাদ পেলো টাইগাররা।সিরিজ বাঁচাতে ৩২৭ রানের বিশাল লক্ষ্য ছুঁতে হতো তামিমদের। কিন্তু এই লক্ষ্য তাড়া করতে গিয়ে রীতিমত খাবি খাচ্ছিলো শুরু থেকেই। প্রথম ওভারেই কোনো রান না করে ফিরে যান লিটন ও শান্ত। মুশফিক ফিরে যান ৪ রানে। দলীয় ৯ রানেই নেই ৩ উইকেট।অতিমানবীয় কিছু নাহলে হার ছিল সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু তামিম-সাকিবের জুটিতে আশা দেখছিল ভক্তরা। বিপর্যয় সামাল দিতে লড়াই করে ৭৯ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।৩৫ রানে তামিম ফেরার কিছু পরই আউট হন সাকিব।

-- বিজ্ঞাপন --

সাজঘরে ফেরার আগে ৫৮ রান করেন এ অলরাউন্ডার। মাহমুদউল্লাহ রিয়াদের ৩২ বা আফিফ হোসেন ধ্রুব ২৩ রানের ইনিংস দলের দাবি মেটাতে যথেষ্ট ছিল না। শেষদিকে তাসকিন আহমেদের ২১ রানের ইনিংস শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে। ইংল্যান্ডের হয়ে স্যাম কুরান ও আদিল রশিদ দুজনেই চারটি করে উইকেট শিকার করেন। এছাড়া মঈন আলী নেন এক উইকেট।এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন ইংল্যান্ডের হয়ে জেসন রয়। ৭ রানে ফেরেন ফিল সল্ট, ১১ রানে ফেরেন ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালান। ৫ রান করে সাজঘরে ফেরেন জেমস ভিন্স।এরপর রয়কে সঙ্গে নিয়ে দারুণভাবে দলকে এগিয়ে নিতে থাকেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। দুজনের ১০৯ রানের জুটিতে দ্রুতগতিতে এগোতে থাকে ইংল্যান্ড। আউট হওয়ার আগে ১২৪ বলে ১৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন এ ওপেনার। শেষদিকে স্যাম কুরানের অপরাজিত ৩৩ রানের ক্যামিওতে ইংল্যান্ডের বড় সংগ্রহ নিশ্চিত হয়। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ তিনটি, মেহেদী হাসান মিরাজ দুটি এবং সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,589FollowersFollow
918SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles