30.4 C
Rangpur City
Sunday, August 7, 2022
Royalti ad

দিনাজপুরে ৪০ এতিম দম্পত্তির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

-- বিজ্ঞাপন --

দিনাজপুরে ধুমধামে বর্ণাঢ্য আয়োজনে বিগত দুই বছরে আলাদা আলাদা সময়ে ৪০ জন এতিম মেয়েদের বিবাহ সম্পন্ন হওয়া দম্পতিদের একসাথে বিবাহোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ মে) দুপুরে শহরের গ্রিনভিউ কমিউনিটি সেন্টারে দিনাজপুর লায়ন্স ক্লাব, শিশু নিকেতন এবং সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

-- বিজ্ঞাপন --

বিয়ের প্যান্ডেলে ঢুকতেই চোখে পরে সারিবদ্ধভাবে বসে থাকা ৪০ জন বর ও কনেকে। একসাথে ৪০ জনের বিয়েতে লাগেনি যৌতুক। বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার এমন আয়োজনে আনন্দ-উচ্ছাস প্রকাশ করেছেন বর-কনেরা। সাথে অনুষ্ঠানে প্রতিটি ব্যক্তির মুখে ছিলো ব্যাপক আনন্দের হাসি। অতিথির মধ্যে অনেকেই এমন একটি অনুষ্ঠানের স্বাক্ষী হতে পেরে নিজেদের ভাগ্যবানও মনে করছেন তারা।

বিবাহের পর প্রত্যেক দম্পতিকে উপহার স্বরূপ দেওয়া হয় একটি করে সেলাই মেশিন, বাইসাইকেল, টেবিল ফ্যান, নগদ অর্থসহ সাংসারিক আসবাবপত্র।

-- বিজ্ঞাপন --

এসময় প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম বলেন, যৌতুক আমাদের সমাজে একটি ব্যাধি। এই ব্যাধি থেকে আমাদের সরে আসা অত্যন্ত জরুরী। এই বিয়েতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বলে জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদিন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শিশু নিকেতন পরিচালনা কমিটির সভাপতি মোজাফ্ফর আলী মিলন প্রমুখ।

-- বিজ্ঞাপন --

শিশু নিকেতন সূত্রে জানা যায়, এই আয়োজনটি তাদের কাছে নতুন নয়। এর আগে ২০১৯ সালেও শিশু নিকেতনের ২০ এতিম মেয়ের বিয়ে দেওয়া হয়েছিলো একসাথে। এরপর থেকে করোনা সংক্রমণের কারণে একসঙ্গে বিয়ে দেওয়া সম্ভব হয়নি। তবে ৪০ এতিম মেয়ের বিয়ে ২০১৯ সালের পর থেকে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়েছিল। আজ তাদের বিবাহোত্তর সংবর্ধনা দেওয়া হলো। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই শিশু নিকেতনের বাসিন্দাদের এইচএসসি পর্যন্ত পড়ালেখা শেষে ১৮ বছর হওয়া পর আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হয়। এ পর্যন্ত শিশু নিকেতনের ১৭৪ জন মেয়ের বিয়ে দেওয়া হয়েছে।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,637FollowersFollow
496SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles