দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা চুরির অভিযোগে মারধরে এক মানসিক প্রতিবন্ধী যুবকের (৩০) মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) সকালে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় অভিযুক্তের বিচারের দাবিতে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। পরে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয়।
সন্ধ্যায় নিহতের বড় ভাই বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই যুবক বীরগঞ্জ উপজেলার প্রসাদপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার বেলা ১১টায় পার্শ্ববর্তী রাঙ্গালীপাড়া এলাকায় ক্ষেতে ফেলে যাওয়া ভুট্টা কুড়িয়ে বাসায় ফিরছিলেন ওই ব্যক্তি। পথিমধ্যে তাতিপাড়া আমবাগান এলাকায় আসলে একই এলাকার আব্দুল হানিফার ছেলে ইয়াসিন তার ক্ষেত থেকে ভুট্টা চুরির অভিযোগে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে দৌড়ে বাড়িতে আসলে ইয়াসিন সেখানেও বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে চলে যায়।

ভুক্তভোগীর মা ঘটনাটি এলাকাবাসীকে জানালে তারা তাৎক্ষণিক স্থানীয় ঝাড়বাড়ী বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। অবস্থার অবনতি হলে রবিবার বিকালে এম আব্দুর রহিম মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টায় তিনি মারা যান।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, নিহত নজরুলের মরদেহ দুপুরে তার বাড়িতে আনা হয়। এসময় এলাকাবাসী অভিযুক্ত ইয়াসিনের শাস্তির দাবিতে ঝাড়বাড়ী বাজারে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।
ওসি আরও বলেন, বিকেলে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত ব্যক্তির বড় ভাই নুর ইসলাম একটি অভিযোগ দায়ের করেছেন। সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
