28 C
Rangpur City
Saturday, March 25, 2023

দিনাজপুরে বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

-- বিজ্ঞাপন --

দিনাজপুরের সদর উপজেলায় আগুনে পুড়ে জাহানারা বেগম (৫৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঢাডিশাইল গ্রামে এ ঘটনা ঘটে। জাহানারা বেগম ওই গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।

নিহত জাহানারা বেগমের ছেলে জাহাঙ্গীর আলম জানান, রাত আনুমানিক ২টার দিকে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টিনের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আমার মা ঘরে আটকা পড়েন। প্যারালাইসিস রোগী হওয়ায় তিনি ঘর থেকে বের হতে পারেননি। সেখানেই তিনি আগুনে পুড়ে মারা যান। তার শরীরের হাড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই। বাড়ির কোনো কিছুই রক্ষা করতে পারিনি।

-- বিজ্ঞাপন --

এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক জানান, ঠিক কিভাবে অগ্নিকাণ্ড হয়েছে তা নিশ্চিত নয়।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,589FollowersFollow
918SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles