নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরে ‘দৈনিক দেশ রূপান্তর’ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আলোচনা সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ, বীরগঞ্জ সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ড. মাসুদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আর মুঈদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হুদা হেলাল, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বিপুল সরকার সানি প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম, ডিবিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান আরটিভির দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলাল ইনডিপেনডেন্ট টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ বাংলা নিউজ দিনাজপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, ভোরের আকাশ দিনাজপুর প্রতিনিধি বিজন কুমার দাস, দ্য ডেইলি ফুলবাড়ী প্রতিনিধি প্লাবন শুভ, আমার সংবাদ ঘোড়াঘাট প্রতিনিধি নবিউল আহমেদ লোটাস, কালের কণ্ঠ বোচাগঞ্জ প্রতিনিধি রাসেল ইসলাম, দৈনিক এশিয়া বানী ও দি মুসলিম টাইমস দিনাজপুর প্রতিনিধি মোঃ লিটন হোসেন আকাশ, সাংবাদিক শাহরিয়ার সুমন প্রমুখ। অতিথিবৃন্দরা ‘দৈনিক দেশ রূপান্তর’ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মোঃ কুরবান আলীকে ধন্যবাদ জানান, এবং কেক কেটে কুরবান আলী মুখে কেক তুলে দেন প্রধান অতিথি।
