দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন নুর আলম (২৮) নামে এক পথচারী। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করায় প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল ওই মহাসড়কে যান চলাচল।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালগঞ্জ নামক স্থানে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত নুর আলম উপজেলার রামজীবনপুর গ্রামের মৃত আদর আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর থেকে দশমাইল অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক গোপালগঞ্জ বাজারের কাছে পথচারী নুর আলমকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন নুর আলম।

এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে। ফলে প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়। ঘাতক ট্রাকটিকে এলাকাবাসী আটক করেছে।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
