দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফসানা মিমি (২২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পূর্ব ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফসানা মিমি ওই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আফসানা ভেজা কাপড় শুকানোর জন্য সকালে বাড়ির আঙিনায় লোহার তারে ভেজা কাপড় ছড়িয়ে দিচ্ছিলো। এ সময় ওই তারটি ঘরের টিনের সাথে লেগে থাকায় এবং ঘরের টিন আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে আফসানাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
