বোরো মৌসুমের চাল সংগ্রহ চলছে দিনাজপুরের হিলিতে। তবে উপজেলার খাদ্য গুদাম (এলএসডি) কর্মকর্তাদের লালচে, পোকা ধরা পুরাতন চাল সংগ্রহ করতে দেখা গেছে। এদিকে সংবাদকর্মীকে গুদামে প্রবেশ করতে দেখায় দ্রুত চাল মজুত বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বুধবার (২৭ জুলাই) বিকেলে হিলি খাদ্য গুদামে গিয়ে দেখা যায়, একটি ভটভটি গাড়িতে গোডাউনে আসে ২০০ বস্তা চাল। ওই চালের বস্তাগুলো গুদামজাত করতে ব্যস্ত থাকতে দেখা যায় শ্রমিকদের। এসময় ওই বস্তাগুলোর ভেতর থেকে লালচে ও পুরাতন চাল বের হতে দেখা যায়।
এদিকে সংবাদকর্মীকে গুদামে প্রবেশ করতে দেখায় দ্রুত চাল মজুত বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ২০০ বস্তা চালের মধ্যে ১০১ বস্তা চাল গুদামে রাখা হয়। বাকি ৯৯ বস্তা চাল নিয়ে ভটভটিটি দ্রুত খাদ্য গুদাম থেকে বেড় হয়ে পালিয়ে যায়।
গুদামে খারাপ এবং নিম্নমানের চাল সংগ্রহ করছেন কেন জানতে চাইলে হিলি এলএসডি গোডাউন কর্মকর্তা রহমান খলিল বলেন, ‘গুদাম আর একটিও খারাপ চালের বস্তা প্রবেশ করতে দেওয়া হবে না। সব খারাপ চাল দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানো হবে।’

খাদ্য গুদামের দায়িত্বে থাকা জোসেফ হাস্তা বলেন, ‘গুদামে বুধবার মানহীন যেসব চাল এসেছে তা ফেরত পাঠানো হচ্ছে। ভালো মানের চালই মজুত করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন, ‘মানহীন চাল গুদামজাত করার বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে গুদাম কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলবো।’
