30.6 C
Rangpur City
Monday, September 26, 2022
Royalti ad

দিনাজপুরের হিলিতে সব ধরনের মসলার দাম বেড়েছে

-- বিজ্ঞাপন --

সপ্তাহের ব্যবধানে সব ধরনের মসলার দাম বেড়েছে দিনাজপুরের হিলিতে। ব্যবসায়ীদের দাবি ডলারের মূল্য বৃদ্ধির কারণে সব ধরনের মসলার দাম বেড়েছে।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্যাকেটজাত জিরা বিক্রি হচ্ছে ৩৯০ থেকে ৪১০ টাকা কেজি দরে। আর খোলা জিরা ৩৮০ টাকা। এক সপ্তাহ আগেও প্যাকেটজাত ৩৪০ আর খোলা ৩৩০ টাকায় বিক্রি হয়।

-- বিজ্ঞাপন --

এদিকে, কালো এলাচ আগে ছিল ৯৪০ এখন ১০১০ আর সাদা এলাচ ১৭০০ এখন ১৮০০ থেকে ১৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। লবঙ্গ আগে এক হাজার টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১০৭০ টাকায়।

বাজারে মসলা কিনতে আসা আসলাম আলী বলেন, প্রতিটি মসলার দাম বেড়েছে। কেউ বলছে ডলারের দাম বেশি আবার কেউ বলছে এমনিতে বেড়েছে। কাকে দোষ দেই।

-- বিজ্ঞাপন --

ভ্যান চালক আসাদ বলেন, আমরা গরিব মানুষ ডলার বুঝি না। দাম কমলে আমাদের তরকরিতে মসলা উঠে, না হলে উঠে না। হিলি বাজারের মসলার ব্যবসায়ী আজাদ আলী বলেন, সম্প্রতি ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,629FollowersFollow
583SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles