দিনাজপুরের হিলিতে সরবরাহ বাড়ায় মাত্র দু’দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে আরও ২০ টাকা কমেছে। এরআগে প্রতি কেজি কাঁচামরিচ ৬০ টাকা দরে বিক্রি হলেও এখন তা ৪০ টাকায় নেমেছে।
ক্রেতা খালেদ হোসেন বলেন, দু’দিন আগেও মরিচ ৬০ টাকা কেজি দরে কিনেছি। এখন তা ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। বাজারে সবকিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তবে মরিচের দাম কমায় খানিকটা স্বস্তি ফিরেছে। রমজানে দাম এমন থাকলে ক্রেতাদের সুবিধা হবে।

বিক্রেতা বিপ্লব শেখ বলেন, সম্প্রতি নীলফামারীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচামরিচ উঠতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়েছে, কমেছে দাম। দু’দিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা করে দাম কমেছে।
কিন্ত কয়েকদিন আগে নওগাঁসহ কয়েকটি অঞ্চলের কাঁচামরিচের মৌসুম শেষ হওয়ায় বাজারে সরবরাহ কমে যায়। এতে দামে প্রভাব পড়ে। একইসঙ্গে আবহাওয়ার বিরূপ প্রভাবে উৎপাদও কমে যায়। তবে সরবরাহ এমন থাকলে দাম বাড়বে না বলেও জানান তিনি।
