দিনাজপুরের নবাবগঞ্জে ডোবার পানিতে পড়ে মনিরুল ইসলাম (৪৫) নামের এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) রাতে উপজেলার কুশদহ ইউনিয়নের মাহালিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
মনিরুল ইসলাম উপজেলা খালিফপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ডোবার পানিতে পাড়ে মনিরুল ইসলাম (৪৫) মারা যান। তিনি ভাইলকা দাখিল মাদরাসার একজন শিক্ষক ছিলেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, সংবাদ পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আজ বুধবার সকালে সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য এমএএম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
