দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সানোয়ার হোসেন (২৪) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দর হাজির মোড়ের পশ্চিমে পেট্রোল পাম্প এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হোসেন (২৪) চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।
আহতরা হলেন, আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের মোঃ একরামুলের পুত্র নায়েক তারা (২৫) ও অমরপুর ইউনিয়নের রাজাপুর বুড়িরহাট এলাকার সুব্রত কুমার রায়ের পুত্র খোকন চন্দ্র রায় (১৬)।

স্থানীয় সূত্রে জানাযায়, নিহত সানোয়ার হোসেন পার্বতীপুরের উদ্দেশ্য যাচ্ছিলেন মোটরসাইকেল যোগে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। এসময় তৎক্ষনাৎ চিরিরবন্দর ফায়ার সার্ভিস অফিসে জানানো হলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের একটি টিম।
আহতাবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আহত তিনজনের মধ্যে সানোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।
পরে আহত দুই ব্যাক্তিকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
