পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরে ডুবে মজিবর রহমান (৮) ও হাবিবা (৬) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের নালাগছ এলাকার আব্দুল হান্নানের সন্তান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুল হান্নান নতুন বাড়ি করার জন্য পাশের খালপাড়া এলাকার একটি পুকুরের কাছ থেকে নিজেই ভ্যানে করে ইট আনছিলেন। এসময় তার ছেলে মজিবর ও মেয়ে হাবিবাও তার সঙ্গে যায়। একপর্যায়ে তিনি তার দুই সন্তানকে পুকুরের কাছে রেখেই ব্যক্তিগত কাজে পাশের নতুন বাজার এলাকায় যান। সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যসহ খোঁজাখুঁজি শুরু করেন। সন্দেহ হলে খালপাড়ার ওই পুকুরে পানিতেও তাদের খুঁজতে থাকেন। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শালবাহান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম রাতে ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি ইউনিয়ন পরিষদে জানানো হলে থানা পুলিশকে খবর দেয়া হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাদের দাফন করার ব্যবস্থা করা হবে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
