চারিদিকে হাজারো দুসংবাদ । হাজারো অপরাধের খবরে অতিষ্ট হয়ে উঠেছে সকলেই । এমন দুসংবাদের মাঝে কিছু কিছু সংবাদ সকল কষ্ট ভূলিয়ে দিতে পারে । তেমন ই এক সংবাদ হলো এক সঙ্গে এক প্রসূতি মা তিন ফুটফুটে সন্তানকে জন্ম দিয়েছেন এই নগরীতে। আনন্দের সাথেই এই তিন ফুটফুটে সন্তানের নাম রেখেছেন স্বপ্ন, পদ্মা ও সেতু । আশ্চর্য হলেও সত্যি এই তিন সন্তানের ফুটফুটে মুখ দেখে সকলেই আনন্দের সাথে প্রার্থনা করেছেন মা ও তিন সন্তানের সুস্থতা কামনায়
শনিবার (১৮ জুন) নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ে জন্ম দেন অ্যানি বেগম।
অ্যানি বেগম বন্দরের নবীগঞ্জ এলাকার আশরাফুল ইসলাম অপুর স্ত্রী। অপু পেশায় একজন ব্যবসায়ী। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
আশরাফুল-অ্যানি দম্পতি ছেলের নাম রেখেছেন ‘স্বপ্ন’। আর দুই মেয়ের নাম রেখেছেন ‘পদ্মা’ ও ‘সেতু’, যা একসঙ্গে হয় স্বপ্নের পদ্মা সেতু। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই ক্লিনিকের প্রসুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ বেনজীর হক পান্না। তিনি জানান, সকালে অ্যানিকে ক্লিনিকে ভর্তি করা হয়। জরুরী বিত্তিতে এনিকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে গেলে সিজারের মাধ্যেমে তার দুটি কন্যা সন্তান ও একটি পুত্রসন্তান জন্ম হয়। নবজাতক সবাই ভাল আছেন। তাদের মা অ্যানিও সুস্থ রয়েছেন।
তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মাসে একসঙ্গে তিন নবজাতকের জন্ম। এটাকে স্মরণীয় রাখার জন্যই স্বপ্নের পদ্মা সেতুর নামকরণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে।
রোববার (১৯ জুন) বিকেলে সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনের মাসে আমার স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে। এজন্য ডাক্তার শখ করে তাদের তিনজনের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতু। আমাদের কাছেও নাম পছন্দ হয়েছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করছেন। আমার সন্তানদের জন্মের মাসে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। এটিকে স্মরণীয় করে রাখার জন্যই তাদের এ নাম দেওয়া।’
