22.2 C
Rangpur City
Sunday, May 22, 2022
Royalti ad

তিন দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন;প্রেমিক পলাতক

-- বিজ্ঞাপন --Royalti ad

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক;অনশনে রংপুর কলেজ ছাত্রী

গাইবান্ধার সাদুল্যাপুরের তাহেরপুরে বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রমিক শুভ শাহার বাসায় অবস্থান করছে প্রেমিকা সীমা বানী সাহা।

-- বিজ্ঞাপন --

জানা যায় প্রায় দুবছর আগে শুভ এবং সীমা রংপুরে থাকা কালীন সময় প্রেমে জড়িয়ে পরেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজার (বামনজ্বল) এলাকার ওই ছাত্রী দুই বছর আগে রংপুর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন। একই কলেজে তার সহপাঠী ছিল উপজেলার তাহেরপুর (সাহাপাড়া) গ্রামের দুলাল সাহার ছেলে শুভ সাহা। এক সময় দুজনের মধ্যে পরিচয় হয়। একপর্যায়ে প্রেমে জড়িয়ে পড়ে তারা। এরই মধ্যে প্রেমিক শুভ সাহা বিয়ের প্রলোভন দিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে।

শুভ সাহা কথা দিয়েছিল যে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরেই সীমাকে বিয়ে করবে।

-- বিজ্ঞাপন --

এক সময় প্রেমিকা সীমা সাহা বিয়ের জন্য চাপ দিলে শুভ তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।

বিভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টা করলেও প্রেমিক শুভ শাহার সাথে যোগাযোগ করতে না পারলে পরে বাধ্য হয়ে শুভ শাহার বাসা সাদ্যুল্লাপুরের তাহেরপুরে গত ২০ ফেব্রুয়ারী থেকে আশ্রয় নেয় প্রেমিকা সীমা বানী।

-- বিজ্ঞাপন --Bicon Icon

জানা যায় দুজনের বাড়ি গাইবান্ধা জেলায়।এর মধ্যে প্রেমিকা সীমা বানীর বাড়ি সুন্দরগন্জ উপজেলার মীরগঞ্জে।

সীমা জানান,আমাদের অনেকদিনের সম্পর্ক। বিয়ের কথা বললে সে বিভিন্ন ভাবে এড়িয়ে যেত। এক সময় আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।আমি তাকে বিয়ে করতে চাই।

ফরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ কবির জানান,বিষয়টি নিয়ে বসা হয়েছিল কিন্তু কোন সুরাহা হয়নি।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার বলেন,বিষয়টি লোক মুখে শোনা।তবে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেব।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,666FollowersFollow
398SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles