রংপুরের তারাগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ “ইআইআর” প্রকল্পের আওতায় জোনাল অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কারন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক।
শনিবার (৫ই মার্চ) দুপুর ১২টার সময় তারাগঞ্জ উপজেলা পরিষদ এর ভিতরে অবস্থিত প্রস্তাবিত জায়গায় বরেন্দ্র জোনাল অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। এর পরেই তার পাশেই অবস্থিত উপজেলা জনস্বাস্থ্য কার্যালয় এর নবনির্মিত দৃষ্টিনন্দন অফিস ভবনের ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এসময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারমান আনিছুর রহমান লিটন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, আওয়ামী লীগের উপজেলা সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, সাবিনা ইয়াছমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান, , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
