ভারতে চালের দাম বৃদ্ধি ও দেশে ডলারের দাম ওঠা-নামা করায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে চাল আমদানি। ভারতে চালের দাম কমলে কিংবা সরকার শুল্ক কমালে চাল আমদানি করা হবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে এ বন্দরে ২৯টি ট্রাকে ১ হাজার ১১৪ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।
হিলি বন্দরের চাল আমদানিকারক শহিদুল ইসলাম জানান, সরকার যদি চালের ওপর শুল্ক তুলে নেয় বা কমায় তাহলে আমরা চাল আমদানি করবো।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ভারতে চালের বাজার বেশি এবং ডলারের মূল্য ওঠা-নামা করছে। এ কারণে আমদানিকারকদের চাল আমদানির আগ্রহ নেই। তবে যদি ভারতে চালের দাম কমে এবং সরকারের বেঁধে দেওয়া চালের ২৫ শতাংশ শুল্ক কিছুটা প্রত্যাহার করে নেয় তাহলে এসব আমদানিকারকরা চাল আমদানি করবে।

দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে গত ২৩ জুলাই হিলি বন্দরে ভারত থেকে চাল আমদানির অনুমিত দেয় সরকার। এই বন্দরে ১০ জন আমদানিকারক ৩০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমিত পায়। তবে ভারতের বাজারে চালের দাম বেশি হওয়ায় এবং ডলারের মূল্য ওঠা-নামা করায় চাল আমদানিতে আগ্রহ কম আমদানিকারকদের।
