23.1 C
Rangpur City
Sunday, April 2, 2023

ঠাকুরগাঁও -৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ বিজয়ী

-- বিজ্ঞাপন --

-- বিজ্ঞাপন --

ঠাকুরগাঁও ৩ (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) সংসদীয় আসনের উপ-নির্বাচনের ১২৮ কেন্দ্রের ফলাফলে লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী
হাফিজ উদ্দিন আহমেদ সরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ থেকে বিকেল সাড়ে ৪টস পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে রাতে ১২৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে‌ এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।

-- বিজ্ঞাপন --

আসনটিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল মার্কার প্রার্থী হাফিজউদ্দীন আহমেদ ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পীরগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র) একতারা প্রতীকে ৫০ হাজার ৩০৯ ভোট পেয়েছেন এবং ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ১১ হাজার ৩৫৬ ভোট পেয়েছেন।

ঠাকুরগাঁও-৩ এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। মোট ভোট কেন্দ্র ১২৮টি। বুথ সংখ্যা ৮০৮ টি।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,587FollowersFollow
930SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles