ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেনের রুহিয়ার বাসভবনে ভাঙচুর ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মারপিটের অভিযোগে করা মামলায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালের বিচারক আলাউদ্দিন এ আদেশ দেন।
আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল বুধবার রাতে পৌরশহর থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, রুহিয়ায় তিন মাস আগে একটি ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা নুর ইসলাম থানায় ১০০-১২০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তাকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় তিনজনকে আটক করা হয়েছে।
