ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ এপ্রিল) রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এক অটোরিকশাচালক সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে নিয়ে আসেন। এরপর সন্ধ্যা ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার৷

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাকিবুল ইসলাম চয়ন বলেন, ওই অটোচালক কোনোমতে ফেলে রেখে চলে যান। পরে হাসপাতালের স্টাফরা তাকে সবরকমের চিকিৎসা দেন। পরে তিনি মারা যান। তার মাথায় ইনজুরি ছিল এবং অনেক রক্তক্ষরণ হয়।
ওসি তানভীরুল ইসলাম বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি৷ তবে কোথায় দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
