ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় টিসিবির পণ্যবোঝাই একটি থ্রিহুইলারসহ এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। শনিবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কলেজ মোড় ফায়ার সার্ভিস সংলগ্ন রাস্তায় এসব পণ্য আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনকে খবর দেয়া হলে তেল, ডাল ও চিনিসহ আটককৃত থ্রিহুইলারটি উদ্ধার করে উপজেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম ডন জানান, লোকমুখে তিনি বিষয়টি জেনেছেন। উপজেলা প্রশাসন বিষয়টি দেখছেন। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. যোবায়ের হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া সম্ভব হয়নি। মুঠোফোনে একাধিকবার কল দিলেও কল রিসিভ করেননি ইউএনও। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, টিসিবির ডিলারকে বাঁচাতে ও ঘটনা ভিন্ন দিকে নিয়ে যেতে নতুন কোনো পরিকল্পনা করা হচ্ছে।
