20.2 C
Rangpur City
Thursday, December 1, 2022

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের পরদিন নদী থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

-- বিজ্ঞাপন --

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হন তৈলক্ষ্য বর্মণ (৪৫) নামে এক শিক্ষক। এ ঘটনার ২১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন।

-- বিজ্ঞাপন --

নিহত তৈলক্ষ্য বর্মণ ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বাসিন্দা ও আকচা দক্ষিণ বঠিনা ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়দের বরাত দিয়ে আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, টাঙ্গন নদীর একপাড়ে শিক্ষক তৈলক্ষ্য বর্মণের বাড়ি আর অন্যপাড়ে তার স্কুল। বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে স্কুল থেকে ফেরার পথে তিনি টাঙ্গনের বঠিনা ঘাটে যান। ঘাটে নৌকার মাঝি না থাকায় সাঁতরে নদী পার হয়ে বাড়ি ফিরতে গিয়ে ডুবে নিখোঁজ হন ওই শিক্ষক।

-- বিজ্ঞাপন --

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন বলেন, জেলা ডুবুরি দল না থাকায় রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা বৃহস্পতিবার সকালে এসে অনেক খোঁজাখুঁজি করলেও ওই শিক্ষককে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, দুপুর ১টার দিকে নিখোঁজ স্থান থেকে আট কিলোমিটার দূরে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পায়। পরে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,609FollowersFollow
756SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles