বিআরটিএ’র নির্ধারিত ভাড়ার তালিকা না থাকায় রাজধানীতে ৮টি পরিবহনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তর। প্রতিটি পরিবহনকে পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৮ এপ্রিল) কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনালে ভোক্তা-অধিকার অধিদপ্তরের পরিচালক মো. মনজুর শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কল্যাণপুরে শ্যামলী, হানিফ, মানিক, নাবিল, চাঁপাই, গ্রামীণ পরিবহনের কাউন্টারে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভাড়ার তালিকা দেখাতে না পারায় এই জরিমানা করা হয়।
এরপর গাবতলী বাস টার্মিনালে অভিযান চালানো হয়। সেখানে ভাড়ার তালিকা না থাকায় ঈগল ও সোহাগ পরিবহনকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা-অধিকার অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, ফাহমিনা আক্তার, মো. মাগফুর রহমান ও মাহমুদা আক্তার। অভিযানে সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। পাশাপাশি দারুস সালাম, দারুস সালাম থানা।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, প্রতিবারই ঈদ উৎসবে সাধারণ মানুষকে জিম্মি করে ইচ্ছেমতো বাসের ভাড়া আদায় করে পরিবহন প্রতিষ্ঠানগুলো। এতে হয়রানির শিকার হন সাধারণ যাত্রীরা। তাই এবার যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়, সেজন্য আগে থেকেই অভিযান চালানো হচ্ছে।
অধিদপ্তরের পক্ষ থেকে দুটি বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথমত টিকিটের মূল্য তালিকা কাউন্টারে দৃশ্যমান জায়গায় প্রদর্শন করতে হবে। দ্বিতীয়ত নির্ধারিত মূল্যে টিকিট বিক্রি করতে হবে। পাশাপাশি ভোক্তা অধিকার আইন যথাযথ পরিপালন করতে হবে। যারা এসব বিষয় মানবে না, তাদের জরিমানার সঙ্গে কঠোর শাস্তি দেওয়া হবে।
