দক্ষিণ চীনের কুনমিং শহর থেকে গুয়াংজু যাওয়ার সময় ১৩৩ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার (২১ মার্চ) এ ঘটনা ঘটে। বিমানটি চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের (৬০০১১৫.এসএস)। খবর প্রকাশ করেছে বিবিসি, আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি চীনের যাত্রীবাহী বিমান সংস্থা চায়না ইস্টার্ন প্যাসেঞ্জারে বোয়িং ৭৩৭ বিমান। চীনের উওজোউ শহরের কাছে গুয়াংছি এলাকায় বিমানটি ভেঙে পড়ে।

পাহাড়ের মধ্যে জঙ্গেলে ঘেরা ওই এলাকায় বিমানটি ভেঙে পড়ার পর আগুন লেগে যায়। ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেইসব ভিডিওতে দেখা যায়, পাহাড়ের ওই এলাকা থেকে বেরিয়ে আসছে ধোঁয়া।
তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইতোমধ্যেই দুঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে।
