দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাটখোলা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে অবশেষে দীর্ঘ ২০ বৎসর পর মারামারি মামলার ৫ বছরের সাজা প্রাপ্ত আসামী মোহাম্মদ নুরনবী ওরফে লালবাবুকে (৬০) গ্রেপ্তার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮শে জুলাই) ভোর সাড়ে ৬টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাটখোলা এলাকায় তার নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী মোহাম্মদ নুরনবী ওরফে লালবাবু উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাটখোলা গ্রাম এলাকার মৃত মমতাজ উদ্দীনের ছেলে।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদের নেতৃত্বে, এসআই কাদের সহ সঙ্গীও ফোর্স সহ ছদ্মবেশে অভিযান চালিয়ে আসামী মৃত মমতাজ উদ্দীনের ছেলে মোহাম্মদ নুরনবী ওরফে লালবাবু কে গ্রেপ্তার করে। সাজাপ্রাপ্ত আসামী জি আর নং-৩৩৮/২০০২ (মারামারি) মামলায় (৫) বছরের সাজা প্রাপ্ত হয়। ওয়ারেন্টমুলে তাকে আটক করা হয়েছে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, মারামারি মামলার ৫ বছরের সাজা প্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘ ২০ বৎসর পূর্বে জেল হতে জামিন লাভ করে। এরপর তিনি মামলার ঘটনা আড়াল করার জন্য বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
তিনি আরও জানান, আসামিকে গ্রেপ্তার করতে আমাদের থানার অফিসারদের দীর্ঘদিন ছদ্মবেশ ধারণ করতে হয়েছে। উক্ত আসামীকে ধরতে আমি নিজেই ফজরের নামাজের পর ছদ্মবেশে তার বাড়ি হইতে আটক করি। সাজা প্রাপ্ত ওই আসামিকে কারাগারে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
