28.5 C
Rangpur City
Sunday, April 2, 2023

চিরিরবন্দরে যুগান্তরের ২ যুগ পদার্পণ উদযাপন

-- বিজ্ঞাপন --

সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে স্পর্ধিত তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে সব সীমাবদ্ধতা জয় করার প্রত্যয় ব্যক্ত করে “দৈনিক যুগান্তর” এর ২ যুগে পদার্পণ উদযাপিত হয়েছে।

-- বিজ্ঞাপন --

বুধবার (১ ফেব্রুয়ারী) বিকালে কেক কাটার মধ্য দিয়ে পালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার সহ একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলার সকল সাংবাদিকদের চলে শুভেচ্ছাবিনিময়-পর্ব।

“দৈনিক যুগান্তর” পত্রিকার চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি দয়াল চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে “দৈনিক আমাদের সময়” পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহাফুজুল ইসলাম আসাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান, বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় “দৈনিক পত্রালাপ” এর উপজেলা প্রতিনিধি মোঃ ফজলুর রহমান।

-- বিজ্ঞাপন --

অনুষ্ঠানে উপজেলা সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, “দৈনিক ভোরের কাগজ” প্রতিনিধি আব্দুস সালাম, “দৈনিক সকালের সময়” স্টাফ রিপোর্টার প্রদীপ কুমার রায়, “দৈনিক নতুনদিন” প্রতিনিধি একরামুল হক চঞ্চল, “দৈনিক আজকের” পত্রিকা প্রতিনিধি দীপ মোঃ মানিক হোসেন, “দৈনিক উত্তরা” প্রতিনিধি আসলাম আলী আঙ্গুর, “ঢাকা পোস্ট” প্রতিনিধি সোহাগ গাজী, “দৈনিক স্বদেশ প্রতিদিন” ও “ডিআরবি টিভি” প্রতিনিধি ভরত রায় প্রত্যয়, “দৈনিক মুক্ত খবর” প্রতিনিধি গোলাম মোস্তফা নীরব, “দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ” প্রতিনিধি জাফর ইকবাল, “দৈনিক বাণিজ্য প্রতিদিন” প্রতিনিধি আসাদুল্লাহ আল গালিব, স্থানীয় “দৈনিক নওরোজ” প্রতিনিধি লোকমান হাকিম প্রমূখ।

পরে অনুষ্ঠানের সভাপতি দয়াল চন্দ্রের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে সমাপ্তি হয় “দৈনিক যুগান্তর” এর ২ যুগে পদার্পণ অনুষ্ঠান।

-- বিজ্ঞাপন --

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,587FollowersFollow
931SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles