দিনাজপুরের চিরিরবন্দরে ১৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে এইসব ভবনের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহামুদ আলী এমপি।

এসময় সংসদ সদস্য আবুল হাসান মাহামুদ আলী বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলো বেহাল অবস্থায় ছিল। আমরা সে সব বিদ্যালয়গুলো খুঁজে বের করে নতুন ভবন দিয়েছি। যাতে শিক্ষার্থীরা ভালোভাবে পাঠদান করতে পারে।
প্রধান অতিথি শিশুদের পড়ালেখায় আগ্রহী করতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের ভূমিকার উপর গুরুত্বারোপ করে আরো বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে কারণ আগামীতে এই শিক্ষার্থীরাই দেশ পরিচালনায় ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, অফিসার ইনচার্জ ওসি বজলুর রশিদ, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন প্রমূখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে উপজেলার রাজাপুর চার- আনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিশ্চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বরস্বর্তীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নানিয়াটীকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আউলিয়াপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন হযরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চক সুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ সম্পন্ন করা হয়।
