গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি নকল কসমেটিকস তৈরির কারখানায় সংবাদ সংগ্রহকালে গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) দিবা গতরাতে কারখানার মালিক আহসান হাবীব চপলকে এ ঘটনায় গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার মহিমাগঞ্জে নিজ বাড়ীতে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী বানিয়ে স্টিকার লাগিয়ে বাজারজাত করে আসছিলো চপল। এ ঘটনার সংবাদ সংগ্রহের জন্য স্থানীয় গণমাধ্যম কর্মীরা তার কারখানায় যায়। এসময় চপল ও তার সঙ্গীরা গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালায়। এতে চার সংবাদকর্মী আহত হন।
পরদিন মঙ্গলবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ গতরাতে হামলাকারী চপলকে গ্রেফতার করেছে।
