গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঁঠাল গাছ থেকে পড়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) বেলা সোয়া ১১ টার দিকে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের পারগয়ড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রফিকুল একই ইউনিয়নের কেএমবি পাড়া মদনতাইড় গ্রামের বুদা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল একজন কাঁঠাল ব্যবসায়ি। তিনি মানুষের গাছের কাঁঠাল কিনে পর্যায়ক্রমে বাজারে বিক্রি করেন। শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে পারগয়ড়া গ্রামের ক্রয়কৃত কাঠাল গাছে উঠে কাঁঠাল পারছিলেন রফিকুল। এ সময় তিনি পা পিছলে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুমানিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ।
