গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকচাপায় আতিকুর রহমান ওরফে ছোট মিয়া (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার গাইবান্ধা-বালাসী সড়কের হোসেনপুর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান উপজেলার মধ্যে কঞ্চিপাড়া গ্রামের রাকু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়তো।
স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলতলা বাজার থেকে কেনাকাটার পর বাইসাইকেলে বাড়ি ফিরছিল আতিকুর। পথে বালাসী সড়কের হোসেনপুর চৌরাস্তার সামনে আসলে পেছন থেকে একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আতিকুর।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার উপ-পরির্দশক (এসআই) মো. মমিনুর হক বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
