গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আদুরি বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী ও ছেলেকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো—ধর্মপুর (বেলেরভিটা) গ্রামের বাসিন্দা আদুরি বেগমের স্বামী মোনারুল ইসলাম (৬৫) ও তার ছেলে আইয়ুব আলী (২০)।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর (বেলেরভিটা) গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। রাতে আদুরি বেগমের সঙ্গে একই ঘরে ঘুমান আইয়ুব। সকালে ঘরের মেঝেতে রক্তাক্ত লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুল আজিজ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারসাম্যহীন ছেলে আইয়ুবের পিটুনিতে আদুরি বেগম মারা গেছেন। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী ও ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
