গাইবান্ধার সাঘাটায় সিলগালা করা ইটভাটা ফের চালু করার দায়ে দুই ম্যানেজারের একবছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার মতরপাড়া এলাকার এমবি ব্রিকস নামের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন। এ সময় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সাঘাটা উপজেলার জাদুরতেইর গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) এবং একই উপজেলার বোনারপাড়া গ্রামের ভীম কুমার সরকারের ছেলে জীবন কুমার সরকার (২৭)। তারা দুইজন ওই ভাটায় ম্যানেজার হিসেবে কাজ করেন।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, দীর্ঘদিন ধরে জাদুরতেইর এলাকায় অবস্থিত ‘এমবি ব্রিকস’ নামের ইটভাটাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। গত দুই সপ্তাহ আগে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ভাটার মালিকপক্ষ রেজিস্ট্রেশন, পরিবেশ অধিদফতরের সনদ ও ফায়ার সার্ভিসের অনুমতিপত্রসহ কোনো ধরনের বৈধ কাগজ দেখাতে না পারায় সেটি সিলগালা করে ভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

কিন্তু সেই নির্দেশ অমান্য করে আবারও ভাটার কার্যক্রম শুরুর খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ভাটায় থাকা দুই ম্যানেজারকে আটক করা হয়। পরে তারা অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করে।
