গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় এক চালকের সহকারী নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের খলসী এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা আরিফ আনোয়ার জানান। নিহত ইয়ার আলী (৩০) টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কদমতলা গ্রামের প্রয়াত জামাল উদ্দীনের ছেলে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, একটি ট্রাক ওই এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুর থেকে আসা আলুবাহী অপর একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে আলুবাহী ট্রাকচালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। ট্রাক দু’টি পুলিশ হেফাজতে আছে; তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে গোবিন্দগগঞ্জ মহাসড়ক থানার ওসি আমিনুল ইসলাম জানান।
