28.5 C
Rangpur City
Sunday, April 2, 2023

খবর পাচ্ছি বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : কাদের

-- বিজ্ঞাপন --

জাতীয় নির্বাচনে প্রধান দলগুলো অংশগ্রহণ করলে ভোটার উপস্থিতি বাড়বে। আমরা খবর পাচ্ছি বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

-- বিজ্ঞাপন --

কাদের বলেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আমরা আশাবাদী বিএনপি আগামী নির্বাচনে আসবেন। খবর পাচ্ছি বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

-- বিজ্ঞাপন --

এসময় তিনি বলেন, জাতীয় নির্বাচনে প্রধান দলগুলো অংশগ্রহণ করলে ভোটার উপস্থিতি বাড়বে।দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের টার্গেট ফেইল করেছে। তারা ডিসেম্বরের ১০ তারিখের হুঁশিয়ারি দিলো। ১১ জানুয়ারী এবং সর্বশেষ ৪ ফেব্রুয়ারির হুঁশিয়ারি। তারা যে টার্গেট নিয়েছে সেখানে জনগনের অংশগ্রহণ নেই।তিনি বলেন, আন্দোলন তো অনেক হলো। লংমার্চ, শর্ট মার্চ, ৫৬ হাজার বর্গমাইল খুব বেশি তো না কোথায় আর যাবেন। দেশের বাইরেও তো গেলেন লবিং করে তো লাভ হলো না।

-- বিজ্ঞাপন --

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি বলেন, এ পদে বসার যোগ্যতা আমার নেই। আমি নিজেও আগ্রহী না। আমি ছোটাছুটি করা মানুষ। আমার দায়িত্ব অসম্পূর্ণ রেখে আমি সেখানে যেতে চাই না।আওয়ামী লীগ রাজপথে আছে, আমরা নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো। এ থেকে সরে যাবো না। বিএনপির আন্দোলন ব্যর্থ হলেই অগ্নি সন্ত্রাসের পথে হাঁটে। সেই আশঙ্কা এখনো আছে। কারণ তাদের গণসম্পৃক্ততার অভাবে সরকার পতনের টার্গেট ব্যর্থ হয়েছে।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,587FollowersFollow
931SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles