ক্রিকেট কিংবদন্তী শেন ওয়ার্নের মৃত্যু কিংবদন্তী অস্ট্রেলীয় ক্রিকেটার এবং সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন মৃত্যুবরণ করেছেন। অস্ট্রেলীয় স্থানীয় সময় শনিবার (৫ মার্চ) থাইল্যান্ডের কোহ সামুইতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তার ম্যানেজমেন্ট এজেন্সি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
