গাজীপুর মহানগরের কোনাবাড়িতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু। শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভার পশ্চিম পাশে টাঙ্গাইলমুখী লেনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।
নিহতরা হলেন শাহীন (৩০), শামীম (৩০) ও রাজু (৩২)। এ ঘটনায় আহত হয়েছে নিহত রাজুর মেয়ে রাইসা (আড়াই বছর)। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, কোরবানির মাংস দিতে মোটরসাইকেলযোগে কোনাবাড়ি কলেজগেট থেকে বাইমাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুসহ চার আরোহী। মোটরসাইকেলটি কোনাবাড়ি ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় পৌঁছালে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চার আরোহী সড়কে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনা স্থলেই মারা যায় দু’জন।

পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় রাজু নামে আরও একজন মারা যায়। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আড়াই বছরের শিশু রাইসাকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় পরে জানাতে পারব।’
