কুড়িগ্রামে ধর্মপ্রাণ মুসুল্লীদের তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে । গতকাল বুধবার (২৩ মার্চ) জোহরের নামাজের পর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর বয়ানের মাধ্যমে কুড়িগ্রাম ধরলা ব্রীজের পূর্বপাড়ে ফজলুল করীম (রহঃ) জামিয়া ইসলামীয়া ময়দানে এই ইজতেমা শুরু হয়।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে কুড়িগ্রামের ধরলা ব্রীজের পূর্ব পাড়ে ইজতেমা মাঠ ঘুরে দেখা যায়, প্রতি বছরের ন্যায় এবারো বিশাল মাঠ জুড়ে ইজতেমা প্যান্ডেল তৈরি হয়েছে। ইজতেমাকে ঘিরে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মুসল্লীরা দুর দুরান্ত থেকে জমায়েত হচ্ছেন ইজতেমার প্রাঙ্গনে। এছাড়াও রাস্তার দু-ধারে আর মাঠ প্রাঙ্গনের পাশে বিভিন্ন সামগ্রী ও খাবারের একাধিক দোকান তৈরি করা হয়েছে । যেন ইজতেমাকে ঘিরে মুসুল্লীদের এক মিলন মেলা বসেছে ।


ইজতেমার আয়োজক কমিটির সদস্য মোঃ আব্দুল মমেন বলেন, ‘ইজতেমাকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আজ যোহরের নামাজের পর পীর সাহেব হুজুরের বয়ানের মধ্যে দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আশা করছি আইনশৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা আমাদের নিষেধ করবেন না।তারা সহযোগিতা করবেন । পাশাপাশি আমাদের দু’শেরও অধিক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে । যাতে মুসুল্লীদের কোন অসুবিধা না হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘জেলা প্রশাসন থেকে এখনো তারা অনুমতি পায়নি। অনুমতি না পাওয়ায় তাদেরকে আয়োজনে আমরা কোন পুলিশ মোতায়েন করছি না।’

৩ দিনের এই ইজতেমা আগামী শনিবার ( ২৬ মার্চ) সকালে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বলে জানিয়েছেন ইজতেমার আয়োজক কমিটি।
