পবিত্র রমজান উপলক্ষ্যে কুড়িগ্রামে দুই লাখ ৭৭ হাজার ৮৮০টি দরিদ্র, অসহায় ও প্রান্তিক পর্যায়ের নিম্ন-আয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্যসামগ্রী বিক্রি করবে। এ জন্য উপকারভোগীদের তালিকা প্রণয়ন করে তাদের পরিবার পরিচিতি কার্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৯ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা প্রশাসক রেজাউল করিম।

জেলা প্রশাসক জানান, সরকার পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবির পণ্য সারাদেশে তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে। এতে রমজান মাসে পণ্যের বাজার মূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে। কুড়িগ্রাম জেলার ৭৩টি ইউনিয়নে এ পণ্য বিতরণ করা হবে।
ডিসি জানান, প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে এবং দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।

টিসিবির পণ্যের মধ্যে রয়েছে- চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা। এর মধ্যে ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার তেল ও কেজি প্রতি ৫০ টাকা দুই কেজি ছোলা বিক্রি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারীরা না এলে ট্যাগ অফিসারের প্রত্যায়নপত্র নিয়ে ডিলাররা নিয়ে উপস্থিত জনগণের কাছে তা বিক্রি করে দিতে পারবেন।
আগামীকাল রোববার (২০ মার্চ) কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি, চিলমারী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, উলিপুর, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এর উদ্বোধন করা হবে।
সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিনহাজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, নবনির্বাচিত সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আবদুল খালেক ফারুকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
