কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় আজাহার আলী (৬০) নামের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার (৫ আগষ্ট) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
এর আগে বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড়খাটামারি গ্রামের পাঁচমাথা এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় খুঁজে পান আজাহার আলীকে। তিনি ওই এলাকার মৃত বছির উদ্দিন বেপারীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) আজাহার আলী সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। সারাদিন আর বাড়িতে ফেরেননি। পরে বিকেলের দিকে তার পরিবারের লোকজন বাড়ির পাশে একটি গাছের সাথে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় খুঁজে পান তাকে। সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ শাহ আলমকে বিষয়টি জানালে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করেন। পরে মৃত ব্যক্তির স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করেন।
জয়মিনরহাট ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মঈন উদ্দিন বলেন, মৃত আজহার আলী একজন মানসিক রোগী ছিলেন। বৃহস্পতিবার হঠাৎ তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করেন। নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
