কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী সাঁতরে পার হতে গিয়ে মহুবর রহমান (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২ আগস্ট) সকালে দক্ষিণ দলদলিয়া এলাকার তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহুবর রহমান দলদলিয়া ইউনিয়নের লাল মসজিদ পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মহুবর রহমান পাটের আঁশ ছাড়াতে তিস্তা নদীর পশ্চিম তীরের উদ্দেশ্যে রওনা হন। আশপাশে নৌকা না থাকায় তিনি সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন। তিস্তা নদীর মাঝপথে তীব্র স্রোতের কবলে পড়ে তিনি ডুবে যান। পরে এলাকাবাসী নৌকা নিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে এলে পল্লিচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহুবর রহমানকে উদ্ধার উদ্ধারকারী প্রতিবেশী আসলাম মিয়া বলেন, পাট ধোয়ার কাজে নদী সাঁতরে পার হওয়ার সময় স্রোতের কবলে পড়ে ডুবে যান মহুবর রহমান। পরে আমরা কয়েকজন নৌকা নিয়ে তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসি।

পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির।
