কুড়িগ্রামের রাজিবপুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে আরাফাত হোসেন (১৩) ও হৃদয় (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গি গ্রামে।
আরাফাত রৌমারী উপজেলার বাঞ্চার চর গ্রামের সাইফুউদ্দিনের ছেলে এবং হৃদয় রাজিবপুর উপজেলার বড়াইডাঙ্গি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে খালাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত ও হৃদয় রাজিবপুরে নানা ফজলুল হকের বাড়িতে থেকে পড়াশোনা করতো। শনিবার বিকেলে তারা বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। দীর্ঘসময় পরও কেউ ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
পরে পুকুরের পানিতে পায়ের স্যান্ডেল ভাসতে দেখে তাৎক্ষণিক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুস সামাদ দুজনকেই মৃত ঘোষণা করেন।
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
