19.8 C
Rangpur City
Tuesday, December 6, 2022

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড গজঘণ্টা ইউনিয়ন

-- বিজ্ঞাপন --

রংপুরের গংগাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, বিদ্যুৎসংযোগ, ফসল ও ক্ষেতের সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়াও হঠাৎ হওয়া এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রায় শতাধিক বাড়িঘর।

কালবৈশাখী ঝড় তাণ্ডব চালিয়েছে বেশ কয়েকটি পোল্ট্রি মুরগী খামারেও, ঈদের আগে এমন ক্ষতিতে হতাশ পোল্ট্রি ব্যবসায়ীরা।

-- বিজ্ঞাপন --

-- বিজ্ঞাপন --

গজঘন্টার ট্যাং পাড়ার এফ.এস এন্টারপ্রাইজ পোল্ট্রি মুরগী খামারের ম্যানেজার রফিকুল ইসলাম জানান, গত রাতের ঝড়ে খামারের প্রায় দেড় লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে, নষ্ট হয়ে গেছে মুরগীর খাদ্যসামগ্রী ও ডিম।

উল্লেখ্য এই যে, মঙ্গলবার রাতে হঠাৎ করে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় শুরু হয়। রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চলতে থাকে কালবৈশাখী ঝড়ের তান্ডব। নিমিষেই উপড়ে গেছে বেশকিছু গাছপালা।

-- বিজ্ঞাপন --

এতে ইউনিয়নে ১২ ঘণ্টারও অধিক সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বেশ ভোগান্তি পোহাচ্ছে গজঘন্টা ইউনিয়নের বাসিন্দারা।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,607FollowersFollow
768SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles