কাউনিয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ঢাকাগামী যাত্রীবাগী বাসে তল্লাশি চালিয়ে স্কুল ব্যাগ থেকে ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এসময় নারী সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২১ ফেব্রুয়ারী) রাতে উপজেলার হলদীবাড়ী এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
তিনজন হলেন, লালমনিরহাট সদরের উত্তর জাওরাণী গ্রামের মোছাঃ ইসমোতারা খাতুন (৩০) , কালীগঞ্জের শাখাতি উত্তর নবুপাড়ার মোঃ নজমুল হক (২২) এবং মৌজাশাখাতী গ্রামের শ্রী রতন কুমার রায় (৩০)।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ঢাকাগামী বাসে বিপুল পরিমান মাদকদ্রব্য পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে তার নির্দেশনায় এসআই মোঃ সামিউল ইসলাম সংঙ্গীয় ফোর্সসহ উপজেলার হলদীবাড়ি রেলগেইট এলাকায় চেক বসিয়ে ঢাকাগামী বরকত ট্রাভেলস বাসে তল্লাশি চালিয়ে স্কুল ব্যাগে রক্ষিত ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় তিনজনকে আটক করা হয়।
ওসি মাসুমুর রহমান বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
