33.6 C
Rangpur City
Friday, August 12, 2022
Royalti ad

কাউনিয়ায় বৈদ্যুতিক হাই ভোল্টের সঞ্চালন লাইন সহ খুঁটি হেলে পড়েছে: দুর্ঘটনার আশঙ্কা

-- বিজ্ঞাপন --

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ বকুলতলা উদাশির পাড় গ্রামে একটি বৈদ্যুতিক খুঁটি প্রায় এক বছর আগে ঝড়ে হেলে পড়ে। কিন্তু এত দিনেও সেই খুঁটি সোজা করা হয়নি। খুঁটিতে রয়েছে ১১ কেভি ভোল্টের চালু সঞ্চালন লাইন।

শুক্রবার (২২ জুলাই) বৈদ্যুতিক খুঁটি একেবারে হেলে মাটিতে পড়ে যায়। হেলে পড়া খুঁটির চারপাশে পানিও রয়েছে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

-- বিজ্ঞাপন --

আজ দুপুরে হারাগাছ ইউনিয়নের বকুলতলা উদাশির পাড় এলাকায় গিয়ে দেখা গেছে, বিস্তৃর্ণ কৃষি জমির মাঝ খানে জলাশয় ঘেষে ১১ কেভি ভোল্টের সঞ্চালন লাইনের একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে আছে। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর হারাগাছ জোনাল দপ্তর থেকে এই সঞ্চালন লাইনের দেখভাল করা হয়। বিদ্যুৎস্পৃষ্টার ভয়ে কৃষক ও কৃষি শ্রমিকরা জমিতে যেতে পারছেন না।

উদাশির পাড় গ্রামের আব্দুর রহিম সহ ওই এলাকার একাধিক মানুষেরা বলেন, এই এলাকায় নিচু কৃষি নরম মাটির জমিতে ১১ কেভি ভোল্টের সঞ্চালন লাইনের বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। গত বছর বর্ষায় হাই ভোল্টের সঞ্চালন একটি বৈদ্যুতিক খুঁটিটি গোঁড়া থেকে মাটি দূরে সরে হেলে পড়ে। হেলে পড়া খুঁটিটি হারাগাছ বিদ্যুৎ অফিস থেকে একাধিকবার দেখে গেছে। কিন্তু এখনো মেরামত করা হয়নি। বৃহস্পতিবার দিবাগত রাতের যেকোন সময় বৈদ্যুতিক খুঁটি একেবারে হেলে মাটিতে পড়ে যায়। খুঁটিতে ১১ কেভি ভোল্টের সঞ্চালন লাইনের তার আছে। হেলে পড়া খুঁটির চারপাশে পানিও রয়েছে। তাঁরা বলেন, খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ মাটিতে হেলে পড়া খুঁটি বৈদ্যুতিক সঞ্চালন বন্ধ রেখেছেন। কিন্তু এখন পর্যন্ত মাটিতে হেলে পড়ে থাকা বিদ্যুতের খুঁটিটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। কোন ভাবে কর্তৃপক্ষের উদাসিনায় যদি সঞ্চালন চালু করে তাহলে পানি বিদ্যুতায়িত হয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

-- বিজ্ঞাপন --

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর হারাগাছ জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার (ডিজিএম) আরিফুল কবির জানান, সম্প্রতি অতিবৃস্টিতে মাটি নরম হওয়ায় কারণে ওই এলাকায় ১১ কেভি ভোল্টের সঞ্চালন লাইনের একটি খুঁটি হেলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। শুক্রবার বিদ্যুতের খুঁটিটি মাটিতে পড়ে গিয়েছে। ওই লাইনে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে এবং হেলে পড়া খুঁটিটি দ্রুত মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,637FollowersFollow
498SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles